আসল টাকা ও জাল টাকা শনাক্তকরণ

 আসল টাকা ও জাল টাকা শনাক্তকরণের উপায়:

পার্থক্য-

১। কাগজ   

জাল টাকা
** আসল টাকা উচ্চ সেলুলোজ থাকে অথ্যাৎ পুরুত্ব ও ভারী হয়। 
  
**নকল টাকা রেডিও 
বন্ডের কাগজ হয় অথ্যাৎ সেলুলোজ কমানো থাকে তাই পাতলা হয়।

হাতে নিয়ে পরিক্ষা করা যায়, জাল টাকা পাতলা হয় এবং আসল টাকা ভারী হয়।    


২। মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তুলে-
আসল টাকা 
জাল টাকা
 ** আসল টাকার এই অংশের   1000 এর  ছবি      তুলে জুম   করলে শত     শত   Bangladesh   bank লেখা   দেখা যাবে।
 
 

**নকল টাকার এই অংশের     1000 এর ছবি তুলে জুম করলে   Bangladesh bank   দেখা যাবে না   বরং  ঝাপসা দেখা   যাবে।




৩। আলোর সাহায্য
জাল টাকা
আসল টাকা
**আসল টাকার এই   অংশ আলোর দিকে   ধরলে অথ্যাৎ 1000   টাকা লিখা আলোর   দিকে ধরলে, উজ্জলতা   বেশী দেখাবে। গোল্ডেন   কালার স্পষ্ট দেখা যাবে। 
 **নকল টাকার এই   অংশ আলোর দিকে   ধরলে অথ্যাৎ 1000   টাকা লিখা আলোর   দিকে ধরলে , উজ্জলতা কম দেখাবে । গোল্ডেন   কালার কম দেখাবে।


৪। লেজার লাইটের সাহায্য 
জাল টাকা
আসল টাকা
 ** আসল টাকায় ফসফর নামক এক প্রকার কালি থাকে। টাকার এই অংশে লেজার লাইট নিক্ষেপ করলে বিভন্ন ধরনের বর্ণ দেখায়। যেমন,1000 টাকার নোট হালকা বেগুনি, হালকা হলুদ, হালকা লাল দেখায়।
 মনে রাখবেন বেহুলা।
বে-হালকা বেগুনি 
হু-হালকা হলুদ 
                                                                 লা-হালকা লাল
**নকল বা জাল টাকায় ফসফোর নামক কালি থাকে না। তাই লেজার লাইটে কোন বর্ণ  দেখায় না।













এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url