আউটসোর্সিং জরুরী না জরুরত

 বর্তমান সময়ে আউটসোর্সিং জরুরী না জরুরত, আসুন জেনে নেওয়া যাক।

আগে জরুরী এবং জরুরত বিষয় টা পরিষ্কার করা যাক।

মনে করেন, আপনার খুব বাথরুম পেয়েছে, আপনার বাথরুমে যাওয়া দরকার এই দরকার টিকে বলা হয় জরুরী। এখন যেই না বাথরুমের দরজা খুলছেন , আপনি দেখতে পেলেন একটা বিষধর সাপ বাথরুমের মধ্যে বসে আছে,  এইবার কি করবেন এইবার জরুরী কাজ সারবেন না দৌড় দিবেন। অবশ্যই দৌড় দিবেন এই বিষয়টাকে বলে জরুরত ।

সরকারি চাকরি বিষয়টা আমাদের জীবনের জন্য জরুরীর মত । আর  জরুরত  আউটসোর্সিং এর মত।

কিভাবে দেখা যাক, মনে করুন আপনি কোন স্কুলের শিক্ষক আপনার কোন পারিবারিক সমস্যা হয়েছে অনেক টাকার প্রয়োজন কিন্তু আপনার বেতন তো 1200-1300 এর মধ্যে এই বার কি করবেন। আপনি সংসার চালাবেন না পরিবারের সমস্যা গুলো দেখবেন।

কিন্তু আপনি একজন সফল ফ্রীলান্সার আপনার ইনকাম অবশ্যই উপরের চাকরির চেয়ে বেশী । যার সাহায্য হয়ত অভাব ও দূর হবে আর সংসার ও চালাতে পারবেন। অর্থের অভাব একটা মানুষের জীবনকে কত পরিমান বিপদগস্ত করে তুলতে পারে তা সকলের জানা।

 এইবার ভাবুন, জরুরী দিয়ে আপনি আপনার জীবনকে টেনে নিয়ে যেতে পারবেন আর জরুরত থাকলে ঐ জীবনটাকে আরো সুন্দর ভাবে সাজাতে পারবেন।

**আপনার জীবন আপনাকেই বেছে নিতে হবে আপনি কিভাবে সাজাবেন। জরুরী দিয়ে না জরুরত দিয়ে, না উভয়টাই দিয়ে যাকে বলে সোনায়  সোহাগা।



 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url