সরকারি চাকরি Vs আউটসোর্সিং

 আপনি কোনটা best মনে করেন? আচ্ছা পড়েই মনে করুন। আগে সর্ম্পূণটা ভালোভাবে পড়ুন। একটা সঠিক সিদ্ধান্ত আপনাকে শিখরে নিয়ে যেতে পরে, আবার একটা ভুল সিদ্ধান্ত আপনাকে শিকরে নিয়ে ফেলতে পারে...

 মানব জীবনের দুইটা দিক-

1. Personal life

2. Social life

1. Personal life: সবার জীবনের একটা সপ্ন থাকে আমার অনেক টাকা হবে বাড়ি গাড়ি হবে দুই চারটা মেয়ে আসে পাশে থাকবে ইত্যাদি ইত্যাদি। তাহলে সপ্ন তো পূরণ করতে হবে কিভাবে ? সরকারি চাকরি করে। তাহলে মনে হয় আশাটা আর পূরণ হলো না। একটা সরকারি চাকুরির সব্বোর্চ বেতন ৫০,০০০ টাকা। তবে একটু ডান বাম করলে হয়তো আশাটা পূরণ হতে পারে আবার মান সম্মান নিয়ে টানাটানি ও হতে পারে। এবার আসি, আউটসোসিং এ এখানে তো অনেক টাকা কিন্তু সময় তো লাগবে অনেক এতা ধের্যই বা কই। 

2. Social life: সামাজিক জীবন টা একটু বৈচিত্রময়। মনে করুন, আপিনি আউটসোসিং করেন আপনার বয়স  হয়েছে বিয়ে করার সামাজিক নিয়ম অনুসারে বিয়ে করতে হবে । চলুন ঘটক ধরি, তো মেয়ের বাবা, ঘটক সাহেব ছেলে কি করে। আউটসোর্সিং , মাসে ইনকাম ১ লক্ষ টাকা । ছেলের বাবা এইটা আবার কি সোর্সিং তো গেলো  মনে হয় বিয়েটা । এইবার, আপনি মনে করুন সরকারি চাকরি করেন কিন্তু পিয়ন। মেয়ের বাবা ছেলে কি করে ঘটক সাহেব সরকারি চাকরি তাই ...মানে বুছতেই পারছেন  বিয়েটা মনে হয় হয়েই গেল।

তাহলে কি বুঝা গেল নিজের জীবেনের জন্য চাই টাকা পয়সা আর সামাজিক, পারিবারিক  জীবন চায় একটা সরকারি চাকরি। জীবনটা বড়ই গোলক ধাঁধা। পরামর্শ কাকে থেকে নিবেন, আপনি যদি কোন সরকারি চাকুরিজীবীকে বলেন কোনটা ভালো চাকরি না আউটসোর্সিং  ঊনি এক কথায় বলবেন সরকারি চাকুরি ছাড়া এই পৃথিবীতে কোন মূল্যই নেই এবার আপনি কোনো ফ্রিলান্সারের কাছে গিয়ে বলবেন কোনটা ভালো চাকুরি না ফ্রিলাংসিং ঊনি ও এক বাক্য বলবে ফকির হওয়ার চেয়ে ফ্রিলাংসিং করো আর অনেক টাকা ইনকাম কর। এইবার কি হবে তাহলে..

 চলুই দেখি কোন সমাধান পাওয়া যায় কিনা- কেমন হয় যদি আপনার কাছে সরকারি চাকরি ও থাকে আবার আউটসোসিং। হয়তো সম্ভব না ও হতে পারে কিন্তু মানুষ তো চেষ্টা করে চাঁদে ও পা রাখছে আবার পৃথিবীতে ও তো।  কি ভাবেছেন দুই নৌকায় পা দিয়ে চলবেন কিভাবে...

আসুন দেখা যাক কি করা যায়-ধরুন আপনি অর্নাস ১ম বর্ষের ছাত্র এই সময়ে পড়ার চাপ কম থাকে আপনি পড়ার পাশাপাশি একটা অনলাইন কোর্সে ভর্তি হন আর একাডেমিক পড়াটা চালিয়ে যান। আপনার অর্নাস শেষ হতে হতে আপনি একটা অনলাইন প্লাটফর্মে উঠে যাবেন। এবার আপনি সরকারি জবের জন্য প্রাণপনে চেষ্টা করুন । আর মনে রাখবেন পরিশ্রমের ফল কখনো বিথা যায় না। আর যদি কপাল লিখন না থাকে তবুও আপনি  এখন একজন সফল ফ্রিলান্সার । কারণ আপনি ৪ বছরের একটা অনলাইন প্লাটফর্ম দার করে রেখেছেন। যেখান থেকে আপনি একটি ভালো ইনকাম করতে পারবেন । বর্তমান যুগটা ইন্টারনেটের যুগ দিন দিন ইন্টারনেট ইউজার হু হু করে বেড়েই চলছে। আমরাই মনে হয় শেষ প্রজন্ম যাদের বাবা মায়ের অনলাইন আইডি নাই । তাই যত দিন সরকারি চাকরির বয়স থাকবে ততদিন চেষ্টা করতে থাকবেন । আর সাথে অনলাইন জগত তো ছাড়াই যাবে না। মনে রাখবেন  টাকা ও দরকার আর সম্মান ও। 

                                                   ...জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ঠ...




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url