প্লাস্টিকের বোতলের নিচে ত্রিকোণাকার চিহ্ন কেন থাকে
প্লাস্টিকের বোতলের নিচে ত্রিকোণাকার চিহ্নের মধ্যে কোড দ্বারা কি বোঝায়?
আমাদের দৈনিন্দন জীবনে বহুল ব্যবহ্রত একটি বস্তু হলো প্লাস্টিক।পানির বোতল হতে শুরু করে খাবার পাত্র পর্যন্ত প্লাস্টিকের ব্যবহার।কিন্তু এই প্লাস্টিকের ব্যবহারে আমরা অজান্তেই আমাদের ক্ষতি করছি না-তো।
প্লাস্টিক হলো বিভিন্ন ধরনের রাসায়নিক যৌগের পলিমার।প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার আমাদের শরীরের ক্যান্সার পর্যন্ত ছড়াতে পারে।এছাড়ও যদি এই প্লাস্টিক মাটিতে ফেলা হয়, ব্যকটেরিয়া দ্বারা এই প্লাস্টিক বিয়োজিত হতে দীর্ঘ সময় লেগে যায়। ফলেসরুপ মাটির উর্বরতা হ্রাস পায়।
এই বর্তমান যুবে প্লাস্টিক ছাড়া কল্পনা করা যায় না, তবে কোন ধরনের প্লাস্টিক ব্যবহার নিরাপদ আর কোনটি বিপদজনক তার জন্য প্রতিটি প্লাস্টিকের বস্তুর নিচে একটি ত্রিকোণাকার চিহ্নের মধ্যে কিছু কোড লেখা্ থাকে । এই কোডের সাহায্য বুঝা যায় এই প্লাস্টিক কতটা নিরাপদ বা কতবার ব্যবহার করা যাবে ।
*ত্রিকোণের মধ্যে (১) লিখা থাকলে-এই ধরনের প্লাস্টিককে বলা হয়(PETE) যার অর্থ, পলিইথিন টেরেপথ্যালেট। ১ লিখা আছে অথ্যাৎে এই ধরনের প্লাস্টিক একবার ব্যবহার করা যাবে। এ ধরনের প্লাস্টিকের অধিক ব্যবহার স্বাস্থ্যকর নয়।
*ত্রিকোণের মধ্যে (২) লিখা থাকলে- এই ধরনের প্লাস্টিককে বলা হয় (HDPE) যার অর্থ, হাই ডেনসিটি পলিইথিন। এই ধরনের প্লাস্টিকগুলো পুরুত্ব বেশী হয় যেমন, ডিটারজেন্ট, শ্যাম্পু, হারপিকের বোতল ইত্যাদিতে ব্যবহার করা হয়।এই ধরনের প্লাস্টিকে খাবার পানি বা খাবার রাখা নিরাপদ নয়।
*ত্রিকোণের মধ্যে (৩) লিখা থাকলে- এই ধরনের প্লাস্টিককে বলা হয় (PVC) যার অর্থ, পলি ভিনাইল ক্লোরাইড। এই ধরনের প্লাস্টিক গুলো বেশ শক্ত হয়। কৃত্রিম চামরা,ঘরের মেঝের কার্পেটিং রেইনকোট,খাবারের শক্ত মোড়ক, রান্নার তেলের পাত্র এ ধরনের প্লাস্টিক দ্বারা তৈরি।
*ত্রিকোণের মধ্যে (৪) লিখা থাকলে- এই ধরনের প্লাস্টিককে বলা হয় (LDPE) যার অর্থ, লো ডেনসিটি পলিইথিন।নিম্ন ঘনত্বের পলিথিন। এ ধরনের প্লাস্টিকে খাবার বা পানি একাধিক বার ব্যবহার করা যায় তবে দীর্ঘ দিন ব্যবহার করা নিরাপদ নয়।
*ত্রিকোণের মধ্যে (৫) লিখা থাকলে- এই ধরনের প্লাস্টিককে বলা হয় (PP) যার অর্থ, পলিপ্রোপিন । এ ধরনের প্লাস্টিকগুলো সবচেয়ে নিরাপদ। একাধিক বার ব্যবহার করা যায়। যেমন, বিভিন্ন ধরনের ঔষধের বোতল, পানির বোতল, কৃত্রিম সুতা, মোটা রশ্নি, কার্পেট উন্নতমানের কন্টেইনার ইত্যাদি।
*ত্রিকোণের মধ্যে (৬) লিখা থাকলে- এই ধরনের প্লাস্টিককে বলা হয় (PS) যার অর্থ, পলিস্ট্যারিন ।এ ধরনের প্লাস্টিক দ্বারা কসমেটিক পাত্র প্লস্টিক কাপ, খেলনা, প্যাকেজিং সামগ্রী তৈরি করা হয় । যখন এই ধরনের খাবার পাত্রে খাবার গরম করা হয় তখন এই প্লাস্টিক উপাদান গুলো খাবারের সাথে উঠে আসে। যা ক্যান্সার পর্যন্ত নিয়ে যেতে পারে। অ্থ্যাৎ এ ধরনের প্লাস্টিক কম ব্যবহার করাই শ্রেয়।
*ত্রিকোণের মধ্যে (৭) লিখা থাকলে- এই ধরনের প্লাস্টিককে বলা হয় (Other) । এ ধরনের প্লস্টিক অত্যন্ত ক্ষতিকর ও বিপদজনক। খাবার জাতীয় কোন জিনিস এ ধরণের প্লাস্টিকে রাখা উচিত নয়।
একটি সচেনতাই পাড়ে আপনাকে সুস্থ রাখতে। বাসাবাড়িত যে প্লাস্টিকগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি-তা যদি এভাবে কোড দেখে দেখে কোনটি নিরাপদ আর কোনটি ক্ষতিকর তা চিহ্নিত করি তাহল অনেকটা নিরাপদে থাকো যাবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url