সুন্দর হাতের লিখার জন্য কোন পেন্সিল ভালো HB, 2B, 4B
আমাদের লেখার হাতেখড়ি হয় এই পেন্সিল দিয়ে সাদা খাতায় আকিবুকি কাটার মাধ্যমে । এই আকিবুকি রুপ নেয় একসময় সুন্দর হাতের লিখায়। লেখা সুন্দর করা থেকে প্যাকটিক্যাল খাতা আঁকানো সবকিছুতেই পেন্সিলের নানবিধি কাজে ব্যবহ্রত হয়।
বাজারে অনেক ধরনের পেন্সিল পাওয়া যায়, এসব পেন্সিলের গাঁয়ে কিছু কোড থাকে যেমন, HB, 2B, 4B। এই কোডের অর্থ কি? কোন কাজে কোন পেন্সিলের ব্যবহার উপযুক্ত তা নিয়ে আজকের আলোচনা।
পোস্ট সূচিপত্র
- পেন্সিল কোন গাছ থেকে তৈরি হয়
- পেন্সিলের শিশ কি দ্বারা তৈরি
- H ও B নামের অর্থ
- HB, 2B, 4B নামের অর্থ
- HB, 2B এর মধ্যে কোনটি বেশী ভালো
- কোন পেন্সিলে ছবি আঁকা ভালো হয়
- রাবারের সাহায্য কিভাবে পেন্সিলের কালি উঠে আসে
পেন্সিল কোন গাছ থেকে তৈরি হয়
কম বেশী আমরা সবাই পেন্সিল ব্যবহার করে থাকি। কিন্তু পেন্সিল কোন গাছের কাঠ দ্বারা তৈরি। এটা আমাদের অনেকেরই অজানা। পেন্সিল তৈরি হয় ধুন্দল নামক গাছ থেকে । এই গাঠ সুন্দর বনে পাওয়া যায়।
পেন্সিলের শিশ কি দ্বারা তৈরি
পেন্সিলের শিশের মধ্যে যে কালো ধূসর বর্ণের পদার্থ দেখা যায় তা মূলত গ্রাফাইড। এটি কার্বনের একটি রুপভেদ। কার্বনের ২টি রুপভেদ রয়েছে ১. গ্রাফাইড ২. হীরক বা ডায়মন্ড। গ্রাফাইড বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ। পেন্সিলের মধ্যে গ্রাফাইড দ্বারা শিশ তৈরি করে ব্যবহার করা হয়।
H ও B নামের অর্থ
H- দ্বারা হার্ডনেস এবং B- বোল্ডনেস বা ব্লাকনেস বুঝায়। H- লিখা থাকলে পেন্সিলের গ্রাফাইডটি শক্ত হবে এবং কালি হালকা হবে। B- লিখা থাকলে পেন্সিলের গ্রাফাইডটি নরম হয় এবং কালি গাঢ় প্রকৃতির হয়।
HB, 2H, 2B, 4B নামের অর্থ
HB-দ্বারা বুঝায় পেন্সিলটির ভেতরে যে গ্রাফাইড দন্ডটি ব্যবহ্রত হয়েছে তা শক্ত এবং কালি গাঢ় প্রকৃতির। 2H-দ্বারা বুঝায় গ্রাফাইড দন্ডটি দ্বিগুন শক্ত এবং কালি হালকা প্রকৃতির। H-এর সংখ্যা যত বাড়বে পেন্সিলের শিশ অথ্যাৎ গ্রাফাইড দন্ডটি তত শক্ত হতে থাকবে। 2B-দ্বারা বুঝায় পেন্সিলের শিশটি নরম ও কালি গাঢ়ত্ব বেশী। B-যত বাড়তে থাকবে উক্ত পেন্সিলের শিশ তত সফ্ট হবে এবং কালি তত গাঢ় হতে থাকবে।
HB, 2B এর মধ্যে কোনটি বেশী ভালো
HB- পেন্সিলগুলো শক্ত এবং কালি বেশ গাঢ় প্রকৃতির হয়ে থাকে। আর পেন্সিল ব্যবহারের উদ্দেশ্য হলো শিশ যাতে সহজে না ভাঙ্গে এবং কালিটা গাঢ় হয়। যা HB- পেন্সিলে একসাথে ২টাই পাওয়া যায়। বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য এই পেন্সিলটি বেশী সুবিধাজনক। পেন্সিলের শিশ বেশ নরম হয় আর কালি গাঢ় প্রকৃতির হয়। চিত্র অঙ্কনের ক্ষেত্রে সিরিজের পেন্সিল গুলো বেশী সুবিধাজনক হালকা টানে দাগ বের হয় এবং দাগ স্পষ্ট দেখা যায়।
কোন পেন্সিলে ছবি আঁকা ভালো হয়
ছবি অঙ্কনের জন্য প্রথমত নিজেকে চয়েস করে নিতে হবে। ছবিটি কেমন হবে। ছবিটি কোন দৃশ্য যদি হালকা করতে হয় তাহলে H-সিরিজের পেন্সিল গুলো বেস্ট হবে। আবার কোথায় ছবিটিকে বেশী ফুটিয়ে তুলার জন্য B-সিরিজের পেন্সিলগুলো বেস্ট হবে। আবার কোন দৃশ্য ফুটায় তোলার জন্য বেশী চাপ প্রয়োগ করার প্রয়োজন পড়ে কালিও গাঢ় প্রকিৃতির প্রয়োজন পরে তাহেল HB-বেস্ট।
রাবারের সাহায্য কিভাবে পেন্সিলের কালি উঠে আসে
রাবার দিয়ে পেন্সিলের কালি সহজেই তুলা যায় কিন্তু এই রাবার কিভাবে কালি তুলে? রাবার দ্বারা যখন কালির উপর ঘর্ষন করা হয় তখন কালি অথ্যাৎ গ্রাফাইড কণা গুলো চার্জিত হয়ে রাবারের সাথে উঠে আসে। এই জন্য রাবার দ্বারা ঘর্ষার ফলেও কাগজের তেমন কোন ক্ষতি হয় না।
আরো পড়ুনঃ পেঁযাজ কাটলে চোখ জ্বালাপোড়া করে কেন
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url