Sleep paralysis(বোবায় ধরা)
প্যারলাইসিস শব্দের অর্থ অসার হয়ে যাওয়া,অনুভূতি না হওয়া। স্লিপ প্যারালাইসিস হলো ঘুমন্ত অবস্থায় শরীর অসার হয়ে যাওয়া বা কাজ না করা। স্লিপ প্যারালাইসিস একটি রোগ।
মনে করুন আপনি ঘুমিয়ে আসেন, হঠাৎ করে ঘুম ভেঙ্গে গেল, আপনি সবকিছু ফিল করতে পারছেন কিন্ত শরীরের কোন অঙ্গ নড়াতে পারছেন না। অনেক শক্তি ব্যায় করছেন তাও পারছেন না মনে হচ্ছে আপনার শরীরের উপর কেউ বসে আছে যে আপনাকে নড়তে দিচ্ছে না। এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় স্লিপ প্যারালাইসিস বলে।
আগের দিনের মানুষ এই স্লিপ প্যারালাইসিস কে বোবায় ধরা বলতো । তারা ভাবতো যে কেউ যদি এইভাবে ধরে না থাকে তাহলে নড়াচড়া করা যাবে না কেন। তারা এই কাল্পনিক চরিত্রের নাম দিয়েছিল বোবায় ধরা।
স্লিপ প্যারালাইসিস কেন হয়: অতিরিক্ত দুশ্চিন্তা, কোন বিষয় নিয়ে অতিরিক্ত ভাবনা, মদ জাতীয় পদার্থ পান ইত্যাদির কারনে স্লিপ প্যারালাইসিস ঘটে।
দুশ্চিন্তা, অতিরিক্ত কোন বিষয় নিয়ে ভাবনা, মাদক সেবন ইত্যাদি থেকে নিজেকে বিরত রাখুন ঘুমের মধ্যে তো দূরের কথা জেগে থাকা অবস্থায় ও আপনাকে কোন বোবায় ধরতে পারবে না।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url