কিবোর্ডের মাথা নষ্ট করা ১০টি ট্রিকস
অল্প পুঁজিতে ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার ১০টি সহজ উপায়
কিবোর্ড ব্যবহারকারীদের এমন কিছু শর্টকাট কমান্ড প্রয়োজন হয় যার সাহয্য কম্পিউটারের কাজগুলো দ্রুত করা যায়। কিন্তু কিবোর্ডের ব্যবহার সঠিক ভাবে না জানার কারনে অনেক সমস্যায়
পড়তে হয় এবং সময়ের ও অপচয় হয়। আজকে এমন কিছু কিবোর্ডের শর্টকাট ট্রিকস নিয়ে আলোচনা করব যা আপনার কাজকে করবে গতিময়।
পোস্ট সূচিপত্র
- Ctrl +Shift +Esc বাটন একসাথে চাপলে কি হয়
- পাঁচবার Shift বাটন চাপলে কি হয়
- Windows +Prt/Print scp বাটন একসাথে চাপলে কি হয়
- Windows এবং +,- বাটন একসাথে চাপলে কি হয়
- Windows +V বাটন একসাথে চাপলে কি হয়
- Windows +R বাটন একসাথে চাপলে কি হয়
- Windows +. ( ডট ) বাটন একসাথে চাপলে কি হয়
- ফাংশন F2 বাটন চাপলে কি হয়
- Ctrl +Alt +V বাটন একসাথে চাপলে কি হয়
Ctrl +Shift +Esc বাটন একসাথে চাপলে কি হয়
কম্পিউটারের চালানোর সময় কখনো কখনো কোন প্রোগ্রাম হ্যাঙ্গ করে। আবার কম্পিউটার স্লো কাজ করে। Ctrl +Shift +Esc বাটন একসাথে চাপলে একটি নতুন Windows ওপেন হয় যেখান থেকে প্রসেসরের কার্যকম গুলো দেখা যায়। এছাড়াও এখানে startup নামে একটি বাটন পাওয়া যায় যার সাহায্য কম্পিউটারে কোন কোন প্রোগ্রাম চালু আছে তা দেখা যায় এবং কোন প্রোগ্রাম হ্যাঙ্গ করলে তা এখান থেকে ডিসএবল করা যায়।
পাঁচবার Shift বাটন চাপলে কি হয়
দ্রুত ৫ বার বাটন চাপলে ১টি পপপপ এস এম এস আসবে যদি Yes করা হয় তাহলে ৪টি বাটন লক হয়ে যাবে।
- Ctrl -বাটন
- Windows -বাটন
- Alt -বাটন
- Shift -বাটন
যেমন, আমরা যখন কোন কিছু কপি করি তখন একসাথে Ctrl +C চাপ দিতে হয় কিন্তু এই ফাংশান চালু হবার পর তা আর করতে হবে না। রশুধু একবার Ctrl চাপ দিয়ে C তে চাপ দিলেই কপি হয়ে যাবে। অথ্যাৎ যে কাজ আমরা ২টা বাটন একসাথে চেপে হত এখন তা একটা করে চেপেই হবে। দুই হাতের কাজ এক হাতেই করা যাবে। এভাবে ২বাটনের একসাথের কাজ আলাদা আলাদা ভাবে করা যাবে।
Windows +Prt/Print scp বাটন একসাথে চাপলে কি হয়
কম্পিউটারে কাজ করার সময় কোন গুরুত্বপূর্ণ বিষয়ের স্কিনসট নিতে হয়। Windows +Prt/Print scp বাটন একসাথে চাপলে স্কিনসট উঠে যাবে। স্কিনসটটি পিকচার ওপেন করলে পাওয়া যায়।
Windows এবং +,- বাটন একসাথে চাপলে কি হয়
Windows এবং + বাটন একসাথে চাপলে জুম ইন আবার Windows এবং - বাটন একসাথে চাপলে জুম আউট হয়। যেই অংশ জুম করতে হবে ঐ অংশে মাউস পয়েন্ট রেখে যদি Windows এবং + বাটন একসাথে চাপ যায় তাহলে ঐ অংশ টা জুম হবে। জুম আউট করার ক্ষেত্রেও একই নিয়ম মাউস পয়েন্ট রেখে Windows এবং - বাটন একসাথে চাপলে জুম আউট হয়।
Windows +V বাটন একসাথে চাপলে কি হয়
Windows +V একসাথে চাপলে একটা ক্লিপবোর্ড ওপেন হয়। যেখানে কম্পিউটারে কপি করা সব ডাটাগুলো একসাথে সংরক্ষিত থাকে। যখন আমরা কম্পিউটারে লেখালেখির কাজ করি তখন কোন লেখা কপি করার প্রয়োজন পড়ে । এখন লেখাটি Ctrl +V চাপলে পেস্ট হয়। কিন্তু অন্য আর একটি লেখা কপি করলে ঐ লেখাটি আর থাকে না তখন নতুন করে আবার ঐ লেখাটি কপি করতে হয়।
তবে Windows +V চাপলে সবগুলো কপি করা ডাটাই সংরক্ষিত থাকে । যতবার পেস্ট করা প্রয়োজন পড়বে লেখাটির উপর চাপ দিলে তা পেস্ট হয়ে যাবে। এই শর্টকাটের আর একটি সুবিধা আছে কোন একটি লেখা যা সবসময় প্রয়োজন কিন্তু কম্পিউটার বন্ধকরলেই তো ক্লিপবোর্ড আর কাজ করবে না । যদি ঐ লেখাটিকে পিন করে রাখা যায় যায়।
তবে কম্পিউটার বন্ধ করলেও ঐ লেখাটি ক্লিপবোর্ডে থেকে মুছে যায় না। পিন করার নিয়ম হলো যে লেখাটি সবসময় প্রয়োজন ঐ লেখাটির উপর মাউস নিয়ে গেলে ত্রিডট উঠবে তারপর ত্রিডটে ক্লিক করলে পিন অপশানটি দেখা যাবে। পিন লেখাটির উপর ক্লিক করলে ঐ লেখাটি ক্লিপবোর্ডে পারমান্টে ভাবে সেভ হয়ে থাকবে যখন প্রয়োজন ব্যবহার করা যাবে।
Windows +R বাটন একসাথে চাপলে কি হয়
অনেক গুরুত্বপূর্ণ একটি ফাইল কিন্তু প্রয়োজনের সময় কোন ড্রাইভে রাখা আছে তা খুঁজে না পাওয়া একটা বিরক্তিকর কাজ। তবে যদি ফাইলের নাম জানা থাকে কোন ড্রাইভে আছে তা মূহুর্তেই বের করা যাবে। Windows +R বাটন একসাথে চাপলে Run বাটন ওপেন হবে এরপর উক্ত ফাইলের নাম লিখে সার্চদিলে কাঙ্খিত ফাইলটি ওপেন হয়ে যাবে।
Windows +. ( ডট ) বাটন একসাথে চাপলে কি হয়
Windows +. ( ডট ) বাটন একসাথে চাপলে বিভন্ন ধরনের ইমোজি একটি চার্ট ওপেন হয়। লেখালেখি বা চ্যাট বা কম্পিউটারের বিভিন্ন কাজে ইমোজির প্রয়োজন হয়। এখানে মনেরভাব প্রকাশ করার জন্য যত ইমোজির প্রয়োজন তার সবগুলোই এইখানের পাওয়া যায়।
আরো পড়ুনঃ সুস্থতায় কালোজিরা ও মধু খাওয়ার সঠিক নিয়ম
ফাংশন F2 বাটন চাপলে কি হয়
ফাংশন F2 বাটন চাপলে ইডিটিং মুড অন হয়। যখন ডেকস্টপের উপর কোন ফাইলের নাম রিনেম করার প্রয়োজন পড়ে তখন মাউসের বাটনে ক্লিক করলে রিনেম নামক একটি অপশন দেখা যায় তারপর উক্ত অপশনে ক্লিক করলে তা ইডিটিং মুডে আসে। কিন্তু ফাইলটি সিলেক্ট করে F2 বাটন চাপলে সরাসরি ইডিটিং মুডে চলে আসে এবং ফাইলের নাম সহজেই পরিবর্তন করা যায়।
Ctrl +Alt +V বাটন একসাথে চাপলে কি হয়
বিজয় বাহান্নো ব্যবহারকারীদের জন্য এই ট্রিকসটি খুবই গুরুত্বপূর্ণ। অনলাইন সার্চ থেকে লেখালেখি সব জায়গায় বাংলা ও ইংলিশ একসাথে লেখার প্রয়োজন পড়ে তখন বার বার মাউসের দ্বারা ফ্রন্ট পরিবর্তন রীতিমত একটা বিরক্তের কাজ। কিন্তু Ctrl +Alt +V বাটন একসাথে চাপলে Unicode অথ্যাৎ বাংলা থাকলে তা ইংলিশে পরিবর্তন হবে আবার ইংলিশে থাকলে তা বাংলায় পরিবর্তন হবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url